যাত্রাবাড়ীতে অস্ত্র-মাদকসহ আটক তিন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব-১০। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭০১ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. আলমগীর, মো. আব্দুস সালাম এবং মো. জিয়া।
সোমবার সন্ধ্যায় র্যাব- ১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, র্যাবের অভিযানে যাত্রবাড়ী এলাকায় ৭০১ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময়ে তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
সকাল ৮ টার দিকে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৭০১ বোতল ফেনসিডিলসহ মো. আলমগীর, মো. আব্দুস সালামকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুই মোবাইল ফোন ও নগদ ৫৫০ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এরা বেশ কিছুদিন ধরে যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো।
এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৬৫ পিস ইয়াবাসহ জিয়া নামে একজনকে আটক করেছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার সায়দাবাদ জনপদ মোড় ট্রাক স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়।
তিনি বেশ কিছুদিন ধরে যাত্রবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কার্যক্রম মাদকদ্রব্য সরবারহ করে আসছিলেন। আটক তিনজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক ও অস্ত্র আইনে আলাদা দুইটি মামলা করা হয়েছে।
ঢাকাটাইমস/০৮ নভেম্বর/এএ

মন্তব্য করুন