তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২১, ১৬:৫৯
অ- অ+

ঢাকার সাভারে অপহরণের সাত দিন পর অপহৃত তরুণীকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে আল আমিন (২১) নামে একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণীকে আটকে রেখে একাধিকবার আল-আমিন ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে অভিযুক্ত আল আমিনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ৩ নভেম্বর সকাল ৯টার দিকে সাভারের উত্তর রাজাশন এলাকা থেকে ওই তরুণীকে জোরপূর্বক অপহরণ করে আল-আমিন। এ ঘটনায় পরদিন থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে সিপিসি-২, র‌্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পর ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে আল-আমিনকে আটক করা হয়।

ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে রাজধানীর পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রাখে আল-আমিন। সাত দিন ধরে ওই তরুণীকে একাধিকবার আল আমিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
সারা বিশ্বে মা দিবস পালিত হয় যে নারীর কারণে
চাঁদপুরে তাল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
পথে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল, এপ্রিলে ঝরল ৫৮৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা