চাঁদপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২১, ০৯:৩২| আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১০:১৮
অ- অ+

চাঁদপুরের কচুয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন রিপন নামে একজন। তার অবস্থাও গুরুতর। ভর্তির জন্য রাতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার সোহেল এবং মৈশামুড়া গ্রামের গোকুল সরকার। তাদের মধ্যে সোহেল অটোটির চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কুমিল্লার দিক থেকে আসা একটি ট্রাক খাজুরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহত হন একজন।

দুর্ঘটনার পর আশপাশের জনতা বিক্ষোভ করতে থাকেন। এর ফলে সড়কটি দিয়ে ঘণ্টাখানেক সময়ের মতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ায় যানটির চালক ও তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা