টাঙ্গাইলে কৃষকের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২১, ১৭:৫৬
অ- অ+

টাঙ্গাইল সদর উপজেলার ঘোষপাড়া এলাকায় ধলেশ্বরী নদীর তীরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফজাল হোসেন (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কৃষক দাইন্যা ইউনিয়নের ফতেপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে আফজাল হোসেন (৪০)।

দাইন্যা পরিষদের ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, শনিবার রাতে আফজাল হোসেন বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁছানো অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তিনি কৃষি কাজ করতেন। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে ঘটনার সঠিক তথ্য পাওয়া যাবে।

এ ব্যাপারে কাগমারী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, কাতুলী ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে গাছের সঙ্গে গলায় কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় আফজাল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা