টেস্ট থেকে মাহমুদউল্লাহর আনুষ্ঠানিক অবসর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৯:৫৯ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ১৯:৩৪

মাহমুদউল্লাহ রিয়াদ যে আর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলবেন না- সেটা অনেকেরই জানা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে তিনি নিজেই সতীর্থদের বিষয়টি অবগত করেছিলেন। তাই রিয়াদকে দেয়া হয় গার্ড অব অনার। তবে সেই অবসরটা ছিল আন-অফিসিয়ালি। আর আজ(বুধবার) আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন তিনি। এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

নিজের অবসর নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘যে ফরম্যাটে আমি দীর্ঘদিন ধরে ছিলাম সেটা ছেড়ে দেওয়া সহজ নয়। আমি সবসময়ই উচুঁতে যাওয়ার কথা ভেবেছিলাম এবং আমি বিশ্বাস করি এটাই আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’

রিয়াদ আরও বলেন, ‘আমি টেস্ট দলে ফিরে আসার পর আমাকে সমর্থন করার জন্য বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমাকে সবসময় উৎসাহিত করার জন্য এবং আমার ক্ষমতার ওপর বিশ্বাস করার জন্য আমার সতীর্থদের ও সহায়তা কর্মীদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা একটা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয় এবং আমি অনেক স্মৃতি মনে রাখব।’

বাংলাদেশ দলের হয়ে টেস্ট ক্রিকেট থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর গত জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আবারও দলে জায়গা করে নেন তিনি। আর একাদশে সুযোগ পেয়েই করেন বাজিমাত। খেলেন ১৫০ রানের ঝলমলে ইনিংস।

ওই ম্যাচ চলাকালেই সতীর্থদের জানিয়ে দিয়েছিলেন আর টেস্ট খেলবেন না। তাই গার্ড অব অনারও দেয়া হয় এই অভিজ্ঞ ক্রিকেটারকে। টেস্ট থেকে তার অবসরের আভাস পাওয়ার পর খেলা চালিয়ে যাওয়া সম্ভব কি না এ নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে একান্তভাবে কথা বলতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি(বিসিবি) নাজমুল হাসান পাপন। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন তিনি।

তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ-পাণ্ডবের অন্যতম সেরা ক্রিকেটার বলেন, ‘আমি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব সাদা বলের ক্রিকেটে।’

উল্লেখ্য, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিগায়ে টেস্ট ম্যাচে খেলতে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ক্রমান্নয়ে দেশের হয়ে ২০০টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ৫ সেঞ্চুরি এবং ১৬ ফিফটির সুবাদে ব্যাট হাতে করেছেন ২৯১৪ রান।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :