টেকনাফে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ২০:৩৫

কক্সবাজারের টেকনাফ এলাকায় পাঁচ কোটি টাকা দামের এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

বুধবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানা যায় আলীখাল সোলার প্রকল্পের সামনে লবন মাঠ এলাকা দিয়ে একটি মাদকের বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। পরে মঙ্গলবার রাতে ব্যাটালিয়ন সদর থেকে একটি দল সেখানে অবস্থান নেয়। রাত ১১টার দিকে ওই লবন মাঠ এলাকা দিয়ে দুই-তিনজন দুষ্কৃতিকারীকে একটি সাদা চটের ব্যাগ নিয়ে আসতে দেখে। পরে বিজিবির টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।

দুষ্কৃতিকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে রঙ্গিখালী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে টহলদল একটি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের মধ্যে পাঁচ কোটি টাকা দামের এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :