গাজীপুর সিটির দায়িত্ব পেলেন কিরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ২০:২৭| আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২১:০০
অ- অ+

সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের স্থানে বসছেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানের মেয়র আসাদুর রহমান কিরণ। আজ বৃহস্পতিবার বিকালে তাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দ্বিতীয়বারের মতো মেয়রের চেয়ারে বসছেন।

বৃহস্পতিবার বিকালে মেয়র জাহাঙ্গীরকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত করার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এরপর গঠন করা হয় তিন কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল, যার প্রথমে ছিল কিরণের নাম।

কিরণ এর আগে গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এমএ মান্নান জেলে যাওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

এবার দ্বিতীয় মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে বসতে যাচ্ছেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিল আসাদুর রহমান কিরণ। তিনি ২০১৩ সালের প্রথম নির্বাচনে ও ২০১৮ সালের দ্বিতীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসকেএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা