আলফাডাঙ্গায় তিন ইউনিয়নে ২১ চেয়ারম্যান প্রার্থী

মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গা (ফরিদপুর)
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ২১:৪৪| আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২২:৩৩
অ- অ+

চতুর্থ ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার জন্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৩টি ইউনিয়নে ৩টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষদিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমাদের নিকট এসব মনোনয়নপত্র দাখিল করেন।

৪নং টগরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ সদস্য পদে ৩৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিয়া আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মো. ইমাম হাসান (সিপন), এসএম কামাল, মো. তবিবুর রহমান, শেখ শহীদুজ্জামান, মো. নাছির উদ্দীন আহাম্মেদ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন।

৫নং বানা ইউনিয়নে চেয়ারম্যান পদে নয়জন, সাধারণ সদস্য পদে ৩২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান মিয়া (জিল্লু), স্বতন্ত্র প্রার্থী কাজী হারুনার রশীদ, হাদী হুমায়ুন কবীর (বাবু), হাদী ইমতিয়াজ কবীর, মো. আ. কাদের শেখ, মো. হুমায়ুন কবীর, মো. আব্দুল কুদ্দুস, মো. নজরুল ইসলাম শরীফ ও মো. হারুন অর রশিদ শরীফ।

৬নং পাঁচুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন, মো. খালিদ মোশারোফ রঞ্জু, মো. আল মামুন মিয়া ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল হালিম শেখ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪নং টগরবন্দ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪২জন। ৫নং বানা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ২ জন ও ৬নং পাঁচুড়িয়া ইউনিয়নে ১১ হাজার ৫৩৮ জন। তিন ইউপিতে ২৮টি ভোট কেন্দ্রে ১২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।

তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা