ইমতিয়াজের কথায় রাশেদের নতুন গান ‘বুকের মধ্যে কবর’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১৬:২৭| আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬:২৮
অ- অ+

ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন। ইমতিয়াজ মেহেদী হাসানের গীতিকবিতায় গানটির সুর করেছেন এস এম সোহেল। সঙ্গীতায়োজনে ছিলেন এসডি সাগর।

‘বুকের মধ্যে কবর’ শিরোনামের গানটি নিয়ে কণ্ঠশিল্পী রাশেদ বলেন, গতানুগতিক ধারার বাইরে এমন সুন্দর কথামালার গান খুব কমই হয়। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো একটা গান উপহার দেওয়ার। এখন সবার ভালো লাগলেই আমাদের সম্মিলিত প্রয়াস সার্থক হবে।

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, মানুষের মৃত্যুর পর তাকে রেখে আসা হয় সাড়ে তিন হাত মাটির ঘরে। ঠিক একইভাবে প্রিয়জনের বিচ্ছেদ কিংবা মৃত্যুতে মনের মধ্যেও একটি অনুরূপ কবরের সৃষ্টি হয়। চেষ্টা করেছি শব্দশৈলী দিয়ে সেই চিত্র অংকন করতে। আশারাখি, আপনারা নিরাশ হবেন না।

সুরকার এস এম সোহেল বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন কথামালার গান ‘বুকের মধ্যে কবর’। নিজের জায়গা থেকে চেষ্টার কোন ত্রুটি রাখিনি। আশারাখি দর্শক-শ্রোতারা সুন্দর একটি গান পেতে যাচ্ছেন।

রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় গানটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন ইলিয়াস শিমুল। গানচিত্রের নির্দেশনা দিয়েছেন গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান নিজেই।

‘বুকের মধ্যে কবর’ শিরোনামের গানটি শিগগিরই একটি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা