সৈয়দপুরে অটো চাপায় বৃদ্ধ নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৩:৫৩
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইকের (অটোরিকশা) চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর আমজাদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলে রহমান (৬৭) লক্ষ্মণপুর চরকপাড়ার (কবিরাজ পাড়া) মৃত তছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোটেল থেকে নাস্তা করে বের হতেই পেছন থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে বৃদ্ধ নিচে পড়ে যান এবং অটোর পেছনের চাকায় পিষ্ট হন। এতে গুরুতর আহত হন তিনি।

অটোচালক ও উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায় বৃদ্ধকে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কথা জানতে পেরে হাসপাতাল থেকেই অটো চালক পালিয়ে যায়। তবে অটোরিকশাটি ঘটনাস্থলে আটক করে রাখা হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তদন্ত করে। পরে ইউনিয়নের চেয়ারম্যান প্রণবেশ চন্দ্র বাগচি, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামসুল হক সরকার, সাইদুল হক বাবলুর সহযোগিতায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা