খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন কবি নির্মলেন্দু গুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৭:৪৭
অ- অ+
২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে একুশে পদক নেওয়ার ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন কবি নির্মলেন্দু গুণ।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। গত বুধবার তার ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে কবি লিখেছেন, ‘অসুস্থ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করি।’

পোস্টটির সঙ্গে নির্মলেন্দু খালেদা জিয়ার হাতে পদক নেওয়ার একটি ছবিও শেয়ার করেছেন। ছবিটির বিষয়ে এক অনুরাগীর মন্তব্যের জবাবে নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘এটি ২০০১ সালের ছবি। একুশে পদক গ্রহণকালে তোলা।’

নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য অসুস্থতার সঙ্গে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থা আশঙ্কজনক হয়ে পড়ে।

রবিবার তার চিকিৎসকরা জানিয়েছেন, লিভারের ‘টিপস ট্রিটমেন্ট’ করাতে হলে খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে। বিলম্ব হলে তার ক্ষতি আরো বাড়বে এমন আশঙ্কার কথা বলেছেন চিকিৎসকরা। যদিও সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নেয়ার জন্য তার পরিবারের আবেদনে সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

নির্মুলেন্দু গুণের পোস্টের নীচে নোমান রাজিব নামের একজন জানতে চান খালেদা জিয়ার সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল। জবাবে কবি বলেন, ‘ঠিক মনে নেই। সম্ভবত ২০০২ সালে ইফতার পার্টিতে উনার সঙ্গে শেষবার দেখা হয়েছিলো।’

পোস্টের নীচে অনেকেই তার প্রশংসা করে নানা মন্তব্য করেছেন। আলিম উদ্দিন আলম নামের একজন লিখেছেন, ‘এই তো আমাদের শ্রদ্ধেয় প্রিয় কবি দেখিয়ে দিলেন- কবি সবার আর সবার জন্য কবি। আমিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করি।’

জহিরুল ইসলাম রোমন নামের একজন লিখেছেন, কবির জন্য শুভকামনা। কবির দেয়ালেও ছবিটি টানানো আছে। কবির বাসায় পরিবার নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছি, অনেক গল্প হয়েছে। কবিদের এমনই হতে হয়। কবিদের মুক্ত চিন্তার মানুষ হতে হয়

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা