এখনও জয় সম্ভব: ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৯:৫৭
অ- অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে জয়ে চোখ পাকিস্তান। শেষদিনে তাদের প্রয়োজন মাত্র ৯৩ রান। হাতে রয়েছে আরও ১০ উইকেট। ম্যাচের এই অবস্থাতেও জয়ের সম্ভাবনা দেখছেন বাংলাদেশি কোচ রাসেল ডোমিঙ্গো। চতুর্থ দিনশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রাসেল ডোমিঙ্গোর ভাষ্যমতে ‘তাদের(পাকিস্তান) ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে এটা বিশ্বাস করেই কাল মাঠে নামতে হবে। প্রথম আধঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’

উল্লেখ্য, বাংলাদেশের দেয়া ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনশেষে সফরকারীরা বিনা উইকেটে ১০৯ রান সংগ্রহ করলে বাংলাদেশের জয় এখন অসম্ভব প্রায়। পঞ্চম এবং শেষদিনের খেলায় জিততে হলে আর মাত্র ৯৩ রান দরকার পাকিস্তানের। আর হাতে রয়েছে ১০টি উইকেটে। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা শেষদিনে প্রতি ওভারে এক রান করে তুলেও জয় পেয়ে যাবে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশকে জিততে হলে এই ৯৩ রানের আগেই সফরকারীদের অলআউট করতে হবে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা