হাতিরঝিল চক্রাকার বাসের ভাড়া বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ২২:২৩
অ- অ+

দেশে জ্বালানি তেলের মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে এবার ভাড়া বাড়ল হাতিরঝিলে চক্রাকার বাসের। আগে যে ভাড়া ছিল ১০ টাকা তা ১৫ টাকা করা হয়েছে। আর ১৫ টাকার ভাড়া ২০ টাকা করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে এইচআর ট্রান্সপোর্ট এজেন্সি।

রবিবার থেকে এ ভাড়া কার্যকর করা হয়েছে। একইসঙ্গে এইচআর ট্রান্সপোর্ট এজেন্সির অফিসিয়াল প্যাডে এ নতুন ভাড়ার তালিকা জানিয়ে দেওয়া হয়েছে।

তালিকা অনুযায়ী কাউন্টার-১ এ এফডিসি মোড় থেকে বউ বাজার/ হ্যাপি হোমস শুটিংক্লাব ১৫ টাকা। এফডিসি মোড় থেকে বাড্ডা/রামপুরা/মহানগর/মধুবাগ ২০ টাকা। এফডিসি মোড় থেকে এফডিসি মোড় (চাক্রিক) ৩৫ টাকা।

অন্যদিকে কাউন্টার-২ এ বউবাজার থেকে হ্যাপি হোমস/শুটিংক্লাব ১৫ টাকা। বউবাজার থেকে বাড্ডা/রামপুরা ২০ টাকা। বউ বাজার থেকে বউ বাজার (চাক্রিক) ৩৫ টাকা।

একইভাবে কাউন্টার ৩ এ হ্যাপি হোমস থেকে শুটিংক্লাব/বাড্ডা/রামপুরা ১৫ টাকা। এছাড়া কাউন্টার ৪ এ শুটিংক্লাব থেকে বাড্ডা/রামপুরা ১০ টাকা। শুটিংক্লাব থেকে মহানগর/মধুবাগ/এফডিসি মোড় ৩৫ টাকা।

কাউন্টার-৫ এবং ৬ এ বাড্ডা/রামপুরা টু মহানগর/মধুবাগ/বউবাজার/ হ্যাপি হোমস/শুটিংক্লাব ১৫ টাকা। বাড্ডা/রামপুরা থেকে এফডিসি মোড় ২০ টাকা। বাড্ডা/রামপুরা টু বাড্ডা/ রামপুরা (চাক্রিক) ৩৫ টাকা।

কাউন্টার-৭ এবং ৮ এ মহানগর/ মধুবাগ টু এফডিসি মোড় ১৫ টাকা। মহানগর/মধুবাগ টু শুটিংক্লাব/বাড্ডা/রামপুরা ২০ টাকা। এছাড়া মহানগর/ মধুবাগ টু মহানগর/মধুবাগ (চাক্রিক) ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
শুল্কহার নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সময় চেয়েছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা