রাত থেকে ফেরি বন্ধ, দৌলতদিয়ায় গাড়ির দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৪৩
অ- অ+

ঘন কুয়াশার কারণে গভীর রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা এখন অবধি বন্ধই আছে। দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে গাড়ির দীর্ঘ ‍সারি দেখা দিয়েছে। কয়েকশ গাড়ি আটকা পড়ে আছে দৌলতদিয়া অংশে। এছাড়া গোয়ালন্দ অংশেও গাড়ির দীর্ঘ সারি থাকলেও দৌলতদিয়া অংশের তুলনায় তা কম। দীর্ঘসময় ধরে নদীপারের অপেক্ষায় থাকা এসব গাড়ির চালক-সহকারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, গতরাত ১০টার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা আরও বাড়তে থাকে। রাত দেড়টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়লে নৌপথে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর ফলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত দিতে বাধ্য হয়।

ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক যানবাহন ও গোয়ালন্দ মোড় এলাকায় শতাধিক গাড়ি আটকে রয়েছে। শীতের মধ্যে দীর্ঘসময় আটকে থাকায় এসব যানের যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হতে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা