শহীদ মিনারে জুতা পায়ে ইউপি সদস্য প্রার্থী

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৪৩| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০০
অ- অ+

আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের আমেজ গোটা দেশের ন্যায় সাভারেও ছড়িয়ে পড়েছে। নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিচ্ছেন। এর মধ্যেই ঘটল এক কাণ্ড।

এক ইউপি সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে জুতা পায়ে শহীদ মিনারে উঠে ফটোসেশন করেছেন। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের অধরচন্দ্র স্কুল প্রাঙ্গণে।

মঙ্গলবার বিকালে মনোনয়ন জমা দিয়ে জুতাসহ শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশন করেন সদস্য প্রার্থী চাঁন বাদশা।

তিনি সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। এ ঘটনায় সমালোচনা চলছে পুরো ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাকুর্তার ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী চাঁন বাদশা। তিনি বিকালে অধরচন্দ্র স্কুলে ইউপি সদস্য পদে মনোনয়ন জমা দিয়েই উল্লাসে ফেটে পড়েন। নেতাকর্মীদের নিয়ে মত্ত হন ফটোসেশনে। বিভিন্ন স্থানে ফটোসেশন করার পর চলে যান অধরচন্দ্র স্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে। শহীদ মিনারে জুতাসহ উঠে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশন করেন।

বিজয়ের মাসে এমন ন্যাক্কারজনক ঘটনায় সমালোচনা শুরু হয় পুরো উপজেলাজুড়ে।

এ ব্যাপারে অভিযুক্ত চাঁন বাদশা বলেন, ‘আসলে জুতা নিয়ে শহীদ মিনারে উঠাটা ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত। সরি ভাই সরি।’

সাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ হামিদ মঞ্জু বলেন, ‘এটা শহীদ মিনারকে অবমাননা করার সামিল। এই শহীদ মিনার আমি একক পরিশ্রমে প্রতিষ্ঠা করেছি। আমার সঙ্গে অনেকেই ছিল। শহীদ মিনারে জুতাসহ উঠে ছবি তোলা সত্যিই হৃদয় বিদারক। আমার অনেক খারাপ লেগেছে বিষয়টি। এটা আমাদের জন্য লজ্জাজনক।’

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা