মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস আজ

আজ ৮ই ডিসেম্বর মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতাড়িত করে শক্রমুক্ত করেছিল।
বুধবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন বিজয় র্যালী ও শহীদ মিনারে মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ ও আলোচনার মধ্যে দিয়ে শুরু হয় দিবসটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জ আসনের সাংসদ এবং জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজবাহুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মো. জামাল উদ্দিন।
দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন