পুবাইলে অজ্ঞাত গাড়িচাপায় পরীক্ষার্থী নিহত

টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পূবাইলে অজ্ঞাত গাড়িচাপায় এইচএসসি পরীক্ষার্থী সাইদুল ইসলাম সরকার সৌরভ (১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
রবিবার রাত ৮ টার দিকে পূবাইল কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাইদুল ইসলাম সরকার সৌরভ কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টিউরি সরকার বাড়ির সোহেল সরকারের ছেলে। সৌরভ তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক। সে পূবাইল সেন্ট্রাল কলেজর এইচএসসি পরীক্ষার্থী।
নিহত সৌরভের স্বজনরা বলেন, রবিবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে পূবাইলের বসুগাঁও এলাকায় তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাতে তার মামার বাড়ি থেকে সোমবার পরীক্ষা দেয়ার কথা ছিল। রাত ৮টার দিকে পূবাইল কলেজ গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান বলেন, সাইদুল ইসলাম সরকার সৌরভ তুমুলিয়া ইউনিয়ন ছাত্রীলীগের উপপ্রচার সম্পাদক।
পূবাইল সেন্ট্রাল কলেজর অধ্যক্ষ মোল্লা মেহেদী হাসান রিয়াদ বলেন, সাইদুল ইসলাম সরকার সৌরভ পূবাইল সেন্ট্রাল কলেজর ব্যবসায় শিক্ষা (কমার্স) বিভাগের শিক্ষার্থী। সে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইতিমধ্যে হিসাব বিজ্ঞান ১ম ও ২য় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র পরীক্ষা দিয়েছে। সোমবার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র পরীক্ষা ছিলো সৌরভের।
সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি'র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান।
জিএমপির পূবাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন