সাশ্রয়ী দামে সিম্ফনির নতুন ফোন

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৮
অ- অ+

দেশীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি বাংলাদেশের বাজারে নিয়ে এলো জেড২২ নামের নতুন একটি স্মার্টফোন।

জেড২২-এর বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে সিম্ফনির পক্ষ থেকে জানানো হয়, ১.৮ গিগাহার্টজ-এর ইউনিসকের অক্টা কোর প্রসেসর এবং অ্যানড্রয়েড ১১.০ এর গো অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে। ৬.৫২ ইঞ্চির বড় আইপিএস ডিসপ্লেতে আছে এইচডি প্লাস বা ১৬০০*৭২০ রেজুলেশন।

হ্যান্ডসেটটিতে আছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। চমৎকার এবং প্রাণবন্ত ছবি তোলার জন্য এ স্মার্টফোনটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা যার মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং নাইট মোডের জন্য আছে সি আই এফ ক্যামেরা যার অ্যাপারচার ১.৮৫ আর সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডিসপ্লে ফ্ল্যাশ থাকার কারণে সেলফিও হবে অনেক বেশি আকর্ষণীয়। ক্যামেরার ফিচারগুলো হলো বোথ সাইড প্রোট্রেইট মোড, নাইট মোড, কিউআর কোড, প্যানোরামা, এইচডিআর, স্লো-মো, অডিও নোট, ওয়াটার মার্ক এবং ফেস বিউটি।

৫০০০ হাজার এমএএইচের লি-পলিমার ব্যাটারি আছে; যা দিয়ে ব্যবহারের তারতম্যের ভিত্তিতে দুই দিন অনায়াসেই চালানো যাবে। হ্যান্ডসেটটিতে মাল্টিটাস্ক ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের পাশাপাশি স্পেশাল কিছু ফিচারও আছে যেমন স্মার্ট কন্ট্রোল, অ্যাপস লক, প্যারেন্টাল কন্ট্রোল, ডিজিটাল ওয়েলবিয়িং, কালার কাস্টমাইজেশন, রিডিং মোড, ডু নট ডিস্টার্ব মোড, বিল্ট-ইন স্ক্রীণ রেকোর্ডার এবং ডার্ক থিম।

সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডাইরেক্টর জাকারিয়া শাহীদ জেড২২ সম্পর্কে বলেন, ‘উন্নয়নশীল বাংলাদেশের সব স্তরের মানুষের মাঝে স্মার্টফোন-এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। বাজেট যেমনই হোক, উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের দাবিদার সবাই।

বাংলাদেশে উৎপাদিত সিম্ফনি জেড২২ স্বল্প বাজেটে উন্নত প্রযুক্তির একটি উদাহরণ। প্রযুক্তির ব্যবহার এবং দামে সিম্ফনি জেড২২ বাজারের বাকি সব ফোন থেকে এগিয়ে থাকবে।’ সিম্ফনির সকল আউটলেটে এ হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে মাত্র ৮ হাজার ১৯০ টাকায় অপারেটর বান্ডেল অফার সহ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা