যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার ছুটিপুর সড়কের কবিরাজ বাড়ি মড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে আমদাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।
নিহত নয়নের সহপাঠী ও রঘুরামপুর গ্রামের মুকুল হোসেন জানায়, নয়ন সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে যশোর ছুটিপুর সড়ক দিয়ে মাঠে তার বাবাকে নিয়ে আসার জন্য যাচ্ছিল। পথিমধ্যে ছুটিপুর সড়কের কবিরাজ বাড়ি মোড়ে একটি লাইন বাসকে অতিক্রম করার চেষ্টা করে। মোটরসাইকেলটি এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ডান সাইডে ইটের গাদার সাথে ধাক্কা খায়।
এ সময় স্থানীয়রা কলেজছাত্রকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক বেলা ১১ টায় তাকে মৃত ঘোষণা করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আমি নির্বাচনী তফসিল নিয়ে ব্যস্ত আছি এ ব্যাপারে আমার কিছু জানা নেই। এটা হাইওয়ে পুলিশ দেখবে।
হাইওয়ে পুলিশ জানায়, ওটা আমাদের দায়িত্ব না। থানা দেখবে।
(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন