যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:৩৫
অ- অ+

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার ছুটিপুর সড়কের কবিরাজ বাড়ি মড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে আমদাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।

নিহত নয়নের সহপাঠী ও রঘুরামপুর গ্রামের মুকুল হোসেন জানায়, নয়ন সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে যশোর ছুটিপুর সড়ক দিয়ে মাঠে তার বাবাকে নিয়ে আসার জন্য যাচ্ছিল। পথিমধ্যে ছুটিপুর সড়কের কবিরাজ বাড়ি মোড়ে একটি লাইন বাসকে অতিক্রম করার চেষ্টা করে। মোটরসাইকেলটি এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ডান সাইডে ইটের গাদার সাথে ধাক্কা খায়।

এ সময় স্থানীয়রা কলেজছাত্রকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক বেলা ১১ টায় তাকে মৃত ঘোষণা করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আমি নির্বাচনী তফসিল নিয়ে ব্যস্ত আছি এ ব্যাপারে আমার কিছু জানা নেই। এটা হাইওয়ে পুলিশ দেখবে।

হাইওয়ে পুলিশ জানায়, ওটা আমাদের দায়িত্ব না। থানা দেখবে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা