মৃত্যুর পর ওমর সানীর একটাই চাওয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২২, ১৫:০২| আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫:১৩
অ- অ+

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দর্শকদের তিনি বহু হিট ছবি উপহার দিয়েছেন। তবে বর্তমানে অভিনয়ে সেভাবে দেখা যায় না এই নায়ককে। টুকটাক অভিনয় করেন, পাশাপাশি বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন।

এই অভিনেতা ও শিল্পী নেতা শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তার ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই ছবিতে লুঙ্গি ও টি-শার্টে ধরা দিয়েছেন ওমর সানী। তাও লুঙ্গিটি উরু অবধি খাটো করে বাধা। কোমরে আবার গামছাও রয়েছে।

ওই ছবির ক্যাপশনে অভিনেতা জানিয়েছেন, তিনি সবসময় নিজেকে অতি সাধারণ ভাবেন, সাধারণ জীবনযাপন করেন এবং তিনি এভাবেই থাকতে চান। পাশাপাশি মৃত্যুর পর মানুষের কাছে তার চাওয়া কী, তাও জানিয়েছেন। চলুন তবে ওমর সানীর স্ট্যাটাস পড়েই জেনে নিই, মৃত্যুর পর তার চাওয়া কী।

অভিনেতা লেখেছেন, ‘নিজেকে সাধারণ ভাবাটাই একজন মানুষের প্রকৃত ভাবনা। আমি নিজেকে সবসময় একজন সাধারণ মানুষ হিসেবে ভাবি। আমি অভিনেতা হয়েছি কিনা জানি না। তবে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই যে, মনে করেন আমি একজন কৃষক, ক্ষতি কী? ক্যামেরার সামনে আমি নিজেকে অতি অসাধারণ ভাবে সাজাতে চাই। আমি, অভিনয়, ডান্স, ফাইট বিভিন্ন চরিত্র করে নিজেকে ভাঙ্গার চেষ্টা করি বার বার।’

ওমর সানী লিখেছেন, ‘এর কারণ একটাই, আমার মৃত্যুর সময় আমি কিছুই নিয়ে যেতে পারবো না এটাই বাস্তব। কারণ আমাকে তখন অতি সাধারণ অবস্থায়ই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আমি প্রথমেই বলেছি নিজেকে সবসময় সাধারণ ভাবি এবং ভাবা উচিত।’

এরপর স্ট্যাটাসের শেষ দিকে চিত্রনায়িকা মৌসুমীর স্বামী তার চাওয়া সম্পর্কে লিখেছেন। তার ভাষায়, ‘আমার মৃত্যুর পর একটাই চাওয়া রইল, আপনাদের ভালোবাসা। আর রেখে যেতে চাই আমার সৎকর্ম। মহান রাব্বুল আলামিন সবাইকে হেফাজতে রাখুক।’

ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে অতিষ্ঠ? এখনই কিন্তু ওজন কমানোর মোক্ষম সময়! জানুন উপায়
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা