টাঙ্গাইল-৭ উপনির্বাচন ও পাঁচ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২২, ০৮:০৪| আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪:৩৫
অ- অ+
ফাইল ছবি

টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) উপ-নির্বাচন ও পাঁচটি পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল আটটায় ভোট শুরু হয়। বিরতিহীভাবে ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত।

ভোটের পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

গত বছরের ১৬ নভেম্বর চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের মৃত্যুতে টাঙ্গাইল-৭ আসনটি শূন্য হয়।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। মোট ১২১টি ভোটকেন্দ্রের ৭৫৬টি কক্ষে ইভিএম দিয়ে ভোটগ্রহণ করা হবে।

আসনটির উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের খান আহমেদ শুভ (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি)।

এছাড়া আজ চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন হচ্ছে।

এ নির্বাচনে তিনটি পদে ভোট নেওয়া হবে। পাঁচটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৬ জন। এদের মধ্যে ১০ জন দলীয় প্রার্থী এবং ১৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা