তৃতীয় বিয়েটা কার সঙ্গে করছেন তিশা?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২২, ১১:০৪| আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৫
অ- অ+

আগে সংসার পেতেছিলেন দুইবার। স্থায়ী হয়নি কোনোটাই। কিন্তু জীবন তো আর কারও জন্য থেমে থাকে না। যেকোনো মানুষের পক্ষে একা থাকাটাও অসম্ভব। তাইতো ফের দোকলা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। মানে, তৃতীয় বিয়েটা সেরে ফেলতে চলেছেন অভিনেত্রী। সেই বিয়ের দিন ঠিক হয়েছে ২ ফেব্রুয়ারি।

ইতোমধ্যে হয়ে গেছে তিশার বাগদান। এবার বিয়ের পালা। কিন্তু তৃতীয় বিয়েটা কার সঙ্গে করছেন তিনি? তিশা জানিয়েছেন, পাত্রের নাম সৈয়দ আজগর। তিনি হাইভোল্টেজ নামে একটি এজেন্সির শেয়ারহোল্ডার। গত ১ জানুয়ারি তিশাদের বনশ্রীর বাসায় আজগরের সঙ্গে তার আংটি বদল হয়। সেখানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

তিশা ও আজগর দুজন আলাদা জগতের মানুষ। তাদের পরিচয় এবং জোড়া কীভাবে হল? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আজগরের সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায়। প্রথমদিকে শুধু চ্যাটিং আর ফোনালাপ হতো। সেই আলাপেই একে-অপরের প্রতি দুর্বল হয়ে পড়ি। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।’

তিশার তো আগে দুটি বিয়ে, সন্তানও রয়েছে। এ বিষয়গুলোকে কীভাবে ম্যানেজ করলেন তিনি? অভিনেত্রী বলেন, ‘সম্পর্কের শুরুতেই আমি আমার সম্পর্কে সব কিছুই আজগরকে জানাই। তার পরও সে সম্পর্কের ব্যাপারে খুব সিরিয়াস হয়। তার পরিবারকে জানায়। আজগরের বাবা নেই, শুধু মা আছেন। তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবে নেন। আমাকেও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন।’

তিশা জানান, আগামী ২ ফেব্রুয়ারি আজগরের সঙ্গে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। বাগদানের মতো সেই অনুষ্ঠানেও শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়-স্বজন উপস্থিত থাকবেন। অভিনেত্রী বলেন, ‘বিয়ের অনুষ্ঠানও একই মাসে করব। তবে সেটির তারিখ চূড়ান্ত হয়নি। আজগরের ভাই দেশের বাইরে থাকেন। উনি এ মাসের শেষে দেশে আসবেন। তারপর সবকিছু চূড়ান্ত হবে।’

এই অভিনেত্রী প্রথম যে বিয়েটা করেছিলেন, সে সম্পর্কে কোনো মাধ্যম ঘেটে তেমন কিছু জানা যায়নি। কারণ, তখনও তিশা অভিনেত্রী হিসেবে পরিচিতি পাননি। প্রথম সংসার ভাঙার পর ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল ইসলাম নামে একজনকে ভালোবেসে বিয়ে করেন তিশা। সেই সংসার টিকেছিল চার বছর। সেখানে অভিনেত্রীর একটি কন্যাসন্তান রয়েছে। এবার অপেক্ষা তৃতীয় বিয়ের।

ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা