মিরপুরে প্রকাশ্যে চাঁদাবাজির সময় আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:৪৩
অ- অ+

প্রকাশ্যে চাঁদাবাজির সময় চারজনকে আটক করেছে র‌্যাব-৪। রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহআলী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকরা ব্যক্তিরা হলেন মো. নাসির শিকদার, মো. জুলহাস, মো. সুজন ও মো. আকবর।

মঙ্গলবার র‌্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা সাড়ে ১১টা ও বিকাল সাড়ে তিনটার দিকে র‌্যাব-৪ এর একটি দল দারুস সালাম ও শাহআলী এলাকায় আলাদা দুটি অভিযান চালায়। অভিযানে মো. নাসির শিকদার, মো. জুলহাস, মো. সুজন এবং মো. আকবর নামের চারজন চাঁদাবাজকে আটক করা হয়।

আটকদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটক এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই এলাকার ভ্যানচালক ও সবজি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করতেন। তারা দুই থেকে তিনজন মিলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে প্রতিটি দোকান থেকে নগদ ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদার টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ভ্যান চালক ও সবজি ব্যবসায়ীদের বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দিতেন। এছাড়াও তারা ওই চালকদের ভ্যান চালাতে বাধা দিতেন এবং সেখান থেকে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
ত্রিপুরায় রেড অ্যালার্ট, কুমিল্লায় আতঙ্কে বাড়ি ছাড়ছে গোমতীপারের মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা