৫জি চালু হলে বিমান ওড়াতে বিঘ্ন ঘটবে!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১১:০৩
অ- অ+

আজ বুধবার থেকে আমেরিকায় শুরু হচ্ছে ৫জি পরিষেবা। এই খবরে মার্কিন যাত্রীবাহী ও কার্গো বিমান সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়েছে। তার আশংকা করছে ৫জি চালুর ফলেবিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ফলে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ জানিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো আমেরিকার বিমান পরিষেবা দপ্তরের জরুরি হস্তক্ষেপ আশা করছে।

আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, আলাস্কা এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স, জেট ব্লু এয়ারওয়েজ, ফেডএক্স এক্সপ্রেস, সাউথইস্ট এয়ারলাইন্সসহ আরও অনেক প্রথম সারির উড়ান সংস্থাগুলোকে নিয়ে তৈরি ‘এয়ারলাইন্স অব আমেরিকা’র পক্ষে লেখা একটি চিঠিতে মার্কিন প্রশাসনকে জানানো হয়েছে, ‘আমাদের অনুরোধ ৫জি জরুরি ভিত্তিতেই দেশের সর্বত্র চালু হোক ১৯ জানুয়ারি। কেবল বিমানবন্দরের রানওয়ের থেকে মোটামুটি ২ মাইল (৩.২ কিমি) এলাকা বাদ রাখা হোক। কেননা ৫জি পরিষেবার ফলে ক্ষতি হতে পারে উড়ান শিল্প, পর্যটক, সরবরবার চেইন, টিকা বণ্টন, আমাদের কর্মপ্রণালী ও বৃহত্তর অর্থনীতির।’’

প্রসঙ্গত, এর আগে যদিও মার্কিন প্রশাসনের তরফে ন‌িশ্চিত করা হয়েছিল যে প্রয়োজনমতো দেশের ৫০টি বিমানবন্দরে বাফার জোন তৈরি করা হয়েছে। কিন্তু উড়ান সংস্থাগুলো নিশ্চিত হতে পারছে না, সত্যিই তা কতটা কার্যকর করা হয়েছে। তাই ক্রমশই বাড়ছে উদ্বেগ।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা