হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজও ডিলিট করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১১:৩২
অ- অ+

যত পুরনো মেসেজই হোক না কেন চাইলে ডিলিট করতে পারবেন। এমনই উপায় বাতলে দিলেন এক টিকটকার। কাজটি কীভাবে করবেন জানুন এই প্রতিবেদনে।

@trphotographer নামের এক টিকটকার দাবি করছেন যত পুরনোই হোক হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করা সম্ভব। এবং পুরো প্রক্রিয়াটি তিনি ওই ভিডিওতে বিবরণ দিয়েছেন। জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

স্টেপ ১: কোনও মেসেজ পাঠানোর অনেক পরে হয়তো আপনি বুঝতে পারলেন যে সেটি ভুল করে পাঠিয়েছেন তাহলে প্রথমেই ফোনটি ‘অ্যারোপ্লেন মোড অন’ করে দিন। এটা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ।

স্টেপ ২- এরপর সেটিংসে গিয়ে ডেট অ্যান্ড টাইম অপশনটি সিলেক্ট করুন। অ্যানড্রয়েডের ক্ষেত্রে জেনারেল সেটিংসে অথবা অন্য কোনও সেটিংস অপশনে থাকতে পারে। আইওএস-এর ক্ষেত্রে ওই অপশনটি শধুমাত্র জেনারেল সেটিংসের মধ্যেই পাবেন।

স্টেপ ৩- এরপর যে সময়ে ভুল মেসেজটি পাঠিয়েছেন তার থেকেও ৮ বা ৯ ঘণ্টা আগের সময় সেট করুন। ধরুন আপনি সকাল ৯ টায় পাঠানো কোনও মেসেজ ডিলিট করতে চাইছেন। সেক্ষেত্রে আপনাকে টাইম সেট করতে হবে আগেরদিন রাত ৭টা বা ৮টা।

স্টেপ ৪- এরপর অ্যারোপ্লেন মোড না অফ করে হোয়াটসঅ্যাপ চালু করুন। এবং যে মেসেজটি ডিলিট করতে চাইছেন সেই মেসেজের উপর লং প্রেস করুন। এক্ষেত্রে অ্যারোপ্লেন মোড অফ না করার পরামর্শ দেওয়া হয়েছে কারণ বর্তমানে প্রায় সব ফোনেই নিজে থেকে ডেট এবং টাইম সেট হয়। সেই কারণে অ্যারোপ্লেন মোড অফ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্টেপ ৫- লং প্রেস করার পর ডিলিট ফর এভরিওয়ান অপশন দেখা যাবে। এবং সঙ্গে সঙ্গে মেসেজটি ডিলিট করুন। তারপর অ্যারোপ্লেন মোড অফ করুন।

স্টেপ ৬-এরপর নিজে থেকেই ডেট ও টাইম সেট হয়ে যাবে। যদি না হয় তাহলে ম্যানুয়ালি তা করতে হবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা