সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি, হাসপাতালে ভর্তি

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে বিএসএমএমইউর জনসংযোগ সূত্র।
জানা গেছে, করোনার পরীক্ষায় পজিটিভ হয়ে গত মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজের স্ত্রী বিএসএমএমইউর ৬১১ নম্বর কেবিনে ভর্তি হন। এরই মাঝে বিচারপতির করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে বুধবার রাতে তিনি বিএসএমএমইউতে ভর্তি হন। তিনি ৬১২ নম্বর কেবিনে আছেন।
হাসপাতালে ভর্তি হলেও তাদের কোনো শারীরিক জটিলতা নেই। তারা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
দেশে করোনা সংক্রমণ বাড়ায় গত মঙ্গলবার ফের ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা শুরু করা হতে পারে বলে আভাস দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, চারদিকে করোনার সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে। তিনি তখন জানান, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। এছাড়া আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অনেক স্টাফ। সেইসঙ্গে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত।
এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারক মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন।
গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।
ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএ/ইএস
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

কুসিক, ৬ পৌরসভা, ১৩৮ ইউপিতে ভোট: মনোনয়ন দাখিল শেষ আজ

হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

‘ভারতে বিচার শেষে পি কে হালদারকে দেশে আনা যেতে পারে’

‘পি কে হালদারকে ফেরাতে সব ধরনের চেষ্টা করবে দুদক’

এক দিনে ৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

‘শ্বেতপত্রটি সারবত্তাহীন, কমিশন বাংলাদেশকে সাম্প্রদায়িক চিহ্নিতের চেষ্টা করছে’

এসডিজি অর্জনে উদ্ভাবনী কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে: প্রধানমন্ত্রী

ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর করতে হবে: এনামুল হক শামীম
