আপনি হয়ত জানেন না নিয়মিত দাড়ি কামালে কী ক্ষতি

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ২০:৩৪| আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২১:০৬
অ- অ+

পুরুষেরই দাড়িতে সৌন্দর্য ফুটে ওঠে। কিন্তু প্রয়োজনে নিয়মিত দাড়ি কামাতে হচ্ছে। হতে পারে কর্মক্ষেত্রের জন্য অথবা আপনার নিয়মিত অভ্যাস দাড়ি কামানোর।

বিশেষজ্ঞদের মতে নিজ হাতে ক্ষতিগ্রস্ত করছেন নিজের ত্বকের। আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে এখনই ইতি টানুন নিজের অভ্যাসকে।

বিশেষজ্ঞদের মতে, শুধু মেয়েদের নয়, ছেলেদের ত্বকও সংবেদনশীল হয়। প্রতিদিন দাড়ি কামানোর অভ্যাস ত্বকের সুস্থতাকে ব্যহত করে। ত্বকে বাড়তে থাকে সংক্রমণ।

রোজ দাড়ি কামালে কী হতে পারে, কি বলছে চিকিৎসকরা?

আপনি যখনই দাড়ি কামান তখনই লোমকূপের গোড়াগুলি উন্মুক্ত হয়ে পড়ে। সেই উন্মুক্ত স্থানে বিভিন্ন জীবাণু সংক্রমণ ঘটায়। প্রতিদিন দাড়ি কামানোর ফলে গোড়াগুলি বন্ধ হওয়ার সুযোগ পায় না।ফলে সংক্রমণ বাড়তে থাকে।

তবে কয়েকদিন অন্তুর দাড়ি কামালে এই ভারসাম্য বজায় থাকে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

সংক্রমণ বাড়লে কী হতে পারে?

ত্বকের এই সংক্রমণের ফলে ত্বক লাল হয়ে যায়। চুলকানি, র্যাশ দেখা দেয়। নিয়মিত দাড়ি কামানোর অভ্যাস দীর্ঘদিন বজায় রাখলে বাড়াবাড়ি রকমের ত্বকের সংক্রমণ হওয়ায় আশঙ্কা থাকে।

তাহলে কী করবেন?

রোজ না কামিয়ে বরং দু’দিন অন্তর দাড়ি কামান। এবং যেদিন দাড়ি কামাবেন তার অগের রাতে ত্বকে ক্রিম মেখে নিতে পারেন। কামানোর সময় ভালো করে শেভিং জেল বা ক্রিম লাগিয়ে নিন। এতে সংক্রমণ এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা কম হবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেআর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা