গাজীপুরে মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ২০:৫৬
অ- অ+

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে মহিউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১। এ সময়ে তার কাছ থেকে ৫১ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল ফোন, নগদ এক হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টার দিকে র‌্যাব-১ এর একটি দল জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানার রেল গেইটের সামনে বিসিক রোড আমিন সুপার মার্কেট এলাকায় কতিপয় মাদক চোরাকারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। পরে র‌্যাবের ওই দলটি সেখানে একটি অভিযান চালায়। অভিযানে মহিউদ্দিন নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে ৫১ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল ফোন, নগদ এক হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।

আটক মহিউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নুরপুর গ্রামের আবু কালামের ছেলে।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা