তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাবি ছাত্রীর হাতে ছাত্র লাঞ্ছিতের অভিযোগ

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২, ১২:১৫
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রী কর্তৃক এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া বিনতে ইকরাম ও তার বান্ধবী ভিকটিম ও তার বন্ধুদের সাথে পথ চলার সময় রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে দুর্ব্যবহার করে। এসময় পথচারী অন্যান্য শিক্ষার্থীরা তাকে থামানোর চেষ্টা করলে সে তাদের সাথেও দুর্ব্যবহার করে।

রাত ১০টার দিকে ভিকটিম সুমাইয়া বিনতে ইকরামের ছেলে বন্ধুর সাথে কথা বলার সময় তিনি হঠাৎ করে ভিকটিমকে কয়েকটি চড় মারে। তখন আশেপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরাও তার উপর ক্ষুব্ধ হয়।

পরে বিভিন্ন হলের শিক্ষার্থীরা, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়। তারা সকলেই হেনস্তাকারীর বিচার দাবি করে।

রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উভয় পক্ষই লিখিত বক্তব্য জমা দেয়। শিক্ষার্থীরা এসময় অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

অভিযোগকারী তার বক্তব্যে বলেন ‘বিনা উস্কানিতে সুমাইয়া আক্রমনাত্মক আচরণ করতে থাকে এবং পরে আঘাত করে।’

অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরাম তার বক্তব্যে বলেন, ‘রাস্তায় সাইড চাইলে তারা আমাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে ও নেশাগ্রস্থ বলে সম্বোধন করে। তখন আমি প্রতিবাদ জানাই।’

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা