ঝিনাইদহে পান বরজ পুড়ে ছাই

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের আট বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াই দিকে পানের বরজে কাজ করতে আসা কোন শ্রমিকের সিগারেটের আগুন থেকে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হয়েছে।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যে গ্রামের লোক জানাজানি হলে মাইকে ঘোষণা দেওয়ায় সবাই দৌড়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে, এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। পরে হরিণাকুণ্ডু থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী এবং হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পান বরজে কাজ করা কোন শ্রমিকের বিড়ি-সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখবে বলে তারা জানান।
এ বিষয়ে কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু বলেন, বিষয়টি আমি জানার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামের ১০ জন কৃষকের প্রায় ৮বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধ্যমত তাদের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাইবান্ধায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খানসামায় ঝড়ে ফসল, বাড়িঘর-গাছপালা লণ্ডভণ্ড

তাড়াশে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য পরিবহনে কদর বাড়ছে

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বাল্য বিবাহ বিরোধী শপথ

প্রকৌশলীকে মারধরের প্রতিবাদে বগুড়ায় রেললাইন অবরোধ

জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন, অন্যজনের ২০ বছর কারাদণ্ড

২৪ দিন পর কবর থেকে সরকারি কর্মচারীর লাশ উত্তোলন

রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
