ছয় গুণ করোনা রোগী বেড়েছে ঢামেক হাসপাতালে: পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২২, ১৩:৫৮| আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৫
অ- অ+

জানুয়ারির শুরুর দিকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে যে পরিমাণ রোগী ছিল ওমিক্রনের কারণে কয়েক দিনের ব্যবধানে সেই সংখ্যা ছয় গুণ বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

শনিবার দুপুরে এক মতবিনিয়ম সভায় এমন তথ্য দেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে জানুয়ারির শুরুর দিকের তুলনায় এখন রোগীর সংখ্যা ছয় গুণ বেড়েছে। হাসপাতালগুলোতে পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যাও বেশি। তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুহারও খুব কম। যারা টিকা নিয়েছেন এবং করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।

মতবিনিময় সভায় করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকাদান শুরুর পর এক বছরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। নাজমুল হক বলেন, এক বছরে ঢামেকে দৈনিক গড়ে পাঁচ হাজার মানুষ টিকা নিয়েছেন।

এদিকে বিভিন্ন কেন্দ্রে বেড়েছে টিকা গ্রহীতাদের ভিড়। ভোর থেকে টিকা নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন অনেকে।

চিকিৎসকরা জানিয়েছেন, গেল কয়েকদিনে টিকা গ্রহীতার সংখ্যা কয়েকগুণ বেড়েছে। যারা নমুনা পরীক্ষা করতে হাসপাতালে আসছেন, তাদের অনেকের উপসর্গ নেই, আবার কারো কারো মৃদু উপসর্গ রয়েছে।

ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা