ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া যুবককে খুঁজছে পুলিশ

‘শুধুমাত্র ভাতের বিনিময়ে পড়াতে চাই’ এমন পোস্টার লাগিয়ে ভাইরাল হওয়া বগুড়ার আলমগীর কবির নামের সেই যুবককে খুঁজছে বগুড়ার পুলিশ। যুবকটির সম্পর্কে বিস্তারিত জানতে তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
ওসি বলেন, তার বিষয়টি আমাদের নজরে আসার পর থেকেই তার নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ফোন নাম্বারটি বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না। ওর মতো তো আরও অসংখ্য বেকার যুবক আছে। ওর ঘটনাটি আসলে কী, সে যা বলছে আসলে তার সত্যতা কতটুকু এটা আমরা খোঁজ নিতে চাই। তার প্রয়োজন পড়লে তাকে সহযোগিতা করা হবে।
এর আগে আলমগীর কবির নামে ওই যুবক বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত’ এমন একটি পোস্টার সাটিয়ে দেন। এরপর তার ফেসবুকের পেজেও দেন। সেই পোস্টারটি ভাইরাল হয়ে পড়ে। দেশের গণমাধ্যম ছাড়াও তার পোস্টারটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়।
(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/কেএম)

মন্তব্য করুন