ঢাকা-২ থেকে প্রার্থী হয়েছিলেন আমানপুত্র অমি, রাজনীতিতে কতটা সক্রিয় তিনি?

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৭| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৭
অ- অ+

নবম জাতীয় সংসদ নির্বাচনে আইনি জটিলতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বিএনপির প্রভাবশালী নেতা আমান উল্লাহ আমান। দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। একাদশ নির্বাচনেও মামলাসংক্রান্ত জটিলতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি আমান। সেই নির্বাচনে ঢাকা-২ আসন থেকে ধানের শীষ নিয়ে ভোটে লড়েন তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এত কম বয়সে সংসদ সদস্য পদে প্রার্থী হয়ে অনেকটা আলোচনার জন্ম দিয়েছিলেন তরুণ এই আইনজীবী। প্রচার-প্রচারণায় একাধিকবার বাধার মুখে পড়লেও পিছপা হননি তিনি। ফলে বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও নজর কাড়েন অমি।

তবে নির্বাচনে জয়ী হতে পারেননি আমানপুত্র। সাবেক মন্ত্রী মো. কামরুল ইসলামের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। সেই নির্বাচনে কামরুল ইসলাম পান তিন লাখ ৩৯ হাজার ৫৮১ ভোট। আর অমি পান মাত্র ৪৭ হাজার ১৯৫ ভোট। যদিও বিএনপির পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করা হয়েছিল।

পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে সক্রিয় করতে আগেভাবেই ছেলেকে সামনে আনতে শুরু করেন আমান উল্লাহ আমান। ঢাকা জেলা বিএনপির কমিটিতে সহ-সভাপতি করা হয় আমানপুত্রকে। ধীরে ধীরে ছেলেকে রাজনীতির লাইমলাইটে আনতে আইনজীবী পুত্রকে দলের পদ দেওয়া হয়েছে বলে জানা যায়।

অবশ্য নির্বাচনের পরে আর খুব বেশি মাঠে ময়দানে দেখা যায়নি অমিকে। নিজের আইনি পেশায় সময় দিয়েছেন বেশি। তবে ২০২০ সালে করোনার প্রকোপ শুরুর পর থেকে দলের নেতাকর্মীদের জন্য সহযোগিতা করা, বিভিন্ন সময় জেল-জুলুমের শিকার কর্মীদের আইনি সহযোগিতা দিয়েছেন তিনি।

সম্প্রতি অমিকে দলের সব কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা গেছে। বিশেষ করে কেরানীগঞ্জের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন। কর্মীর আহত হওয়ার খবরে ছুটে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করছেন। কেউ মারা গেলে তাদের বাড়িতেও ছুটে যেতে দেখা গেছে অমিকে। কোথাও আবার বাবার সঙ্গে একযোগে কর্মসূচি, নেতাকর্মীদের খোঁজখবর নিতে দেখা গেছে তরুণ এই রাজনীতিককে।

জানা গেছে, ঢাকা জেলার অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ সংগঠনের কমিটিতে বেশ প্রভাব রয়েছে আমানপুত্রের।

আমান উল্লাহ আমানের ঘনিষ্ঠ ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা টাইমসকে বলেন, আইন পেশায় নিয়মিত কাজ করার পাশাপাশি অমি কেরানীগঞ্জে রাজনীতিতে পুরোপুরি সক্রিয়। কমিটি দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা আছে।

যেভাবে রাজনীতির লাইমলাইটে অমি

১৯৯১ সাল থেকে চারটি নির্বাচনে অবিভক্ত কেরানীগঞ্জ আসনটি ছিল ধানের শীষের দখলে। এই আসনে প্রতিবারই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির প্রভাবশালী নেতা আমান উল্লাহ আমান। আইনি জটিলতার কারণে তিনি ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুরু থেকে তিনিই একমাত্র বিএনপির প্রার্থী ছিলেন। তবে কোনো কারণে তিনি নির্বাচন করতে না পারলে পরিবারের কেউ বিকল্প হিসেবে থাকবেন তেমনটাই আলোচনা ছিল। সেক্ষেত্রে স্ত্রীর চেয়ে ছেলেকে এগিয়ে রাখেন সাবেক তুখোড় এই ছাত্রনেতা।

শেষ পর্যন্ত বাবা-ছেলে মনোনয়ন সংগ্রহ করলেও আইনি জটিলতায় আমান উল্লাহ আমানের মনোনয়ন বাতিল হয়ে যায়। আপিল করেও তিনি তা ফেরত পাননি। পরে ছেলে অমি ধানের শীষ নিয়ে নির্বাচন করেন।

সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানীগঞ্জ উপজেলার কিছু অংশ, ঢাকা মেট্রোপলিটনের কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার সুন্দরগঞ্জ ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-২।

এককালে কেরানীগঞ্জকে ‘ধানের শীষের দুর্গ’ বলা হলেও পরপর তিনটি নির্বাচনে বিএনপির হাতছাড়া আসনটি। তিনটি নির্বাচনেই এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

নবম সংসদ নির্বাচনে কামরুল ইসলাম বিএনপি প্রার্থী মো. মতিউর রহমানকে হারিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন কামরুল ইসলাম। আর একাদশ নির্বাচনে বিপুল ভোটে হারান আমানপুত্র অমিকে।

ফলে এক সময় শক্ত অবস্থান থাকলেও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় কেরানীগঞ্জে নিজের অবস্থান কিছুটা কমে আসে আমানের। অন্যদিকে ওয়ান ইলেভেনের সময় থেকে শুরু করে বর্তমান সরকারের দুই আমলে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। তার বিরুদ্ধে মামলার সংখ্যা দুই শতাধিক। এসব মামলায় জামিনে থাকলেও এখনো তাকে হাজিরা দিতে আদালতে যাওয়া-আসা করতে হচ্ছে।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা 
সৌদি বাদশাহ সালমানের খরচে এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা