বৃষ্টি বাগড়ায় বরিশাল-সিলেটের ম্যাচ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের প্রথম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনও টসই হয়নি। বৃষ্টি বাগড়ার কারণে বিলম্বিত হচ্ছে খেলা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুরে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছেই। মাঠ কর্মীরা পিচ ঢেকে রেখেছে। বৃষ্টি না থামার কারণে টস করার সিদ্ধান্ত নিতে পারছেন না আম্পায়ার। তবে আবহাওয়া খেলার উপযোগী হলে দুদলের অধিনায়ককে নিয়ে টসের অনুষ্ঠিত হবে।
এদিকে গতকালও বিপিএলের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। পরে দুই ওভার করে কমিয়ে খেলা হয় ১৮ ওভারে। আজ টসের সময় ১৫ মিনিট পার হলেও এখনো বৃষ্টি বন্ধের সম্ভাবনা নেই।
বিপিএলে দারুণ ফর্মে রয়েছে সাকিবের বরিশাল। ঢাকায় প্রথম প্রথম পর্বে হারলেও চট্টগ্রাম পর্ব থেকে জয়ের ধারায় আছে দলটি। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে ৫ ম্যাচে ১ জয়ে সিলেটের অবস্থান তলানিতে।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এমএম)

মন্তব্য করুন