মা-বাবার পাশে সমাহিত পীর হাবিব

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪০
অ- অ+

খ্যাতিমান সাংবাদিক পীর হাবিবুর রহমানকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন সুনামগঞ্জবাসী। পীর হাবিবের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মরহুমের গ্রামের বাড়ি মাইজবাড়ি পশ্চিম পাড়া মাঠে। জানাজা শেষে সোমবার বিকাল সোয়া ৪টায় পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হয়।

এর আগে সোমবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে মরহুমের মরদেহ পৌঁছালে রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। সেখানে প্রথম নামাজে জানাজা হয়। জানাজায় অংশ নেন সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, পীর হাবিবের ছোট ভাই সাংসদ পীর মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

এর আগে পীর হাবিবুর রহমানের প্রথম জানাজা শনিবার এশার নামাজের পর ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরবর্তীতে তার মরদেহ জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হয়।

গত শনিবার বিকাল ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক পীর হাবিবুর রহমান।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা