রাজবাড়ীর টমেটো চাষিদের মাথায় হাত

এম. মনিরুজ্জামান, রাজবাড়ী
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৬
অ- অ+

রাজবাড়ী জেলার পদ্ম তীরবর্তী চর ও নিচু অঞ্চলে শীতকালীন সবজি টমেটো প্রতি বছরের মতো এবারও ব্যাপক আবাদ হয়েছে। এ বছর চাষিদের অক্লান্ত পরিশ্রমে ঘূর্ণিঝড় জাওয়াদ ও সাম্প্রতিক সময়ের বৃষ্টির প্রভাব কাটিয়ে উঠেছেন রাজবাড়ীর টমেটো চাষিরা। এতো কিছুর পরও জেলায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। জেলার উৎপাদিত এই টমেটো ব্যাপারীদের মাধ্যমে রাজবাড়ী, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে রপ্তানি হচ্ছে।

এদিকে অসময়ের বৃষ্টিতে টমেটোতে (সিট) কালচে দাগ ও পচন দেখা দিয়েছে। ফলে আবার ক্ষেতে কীটনাশক প্রয়োগ করছেন চাষিরা। এতে বেড়ে যাচ্ছে খরচ। এত কিছুর পরও এখন বাজারে টমেটোর দাম কিছুটা কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা।

জানা গেছে, এক বিঘা জমিতে সেচ, জমি প্রস্তুত, কীটনাশক প্রয়োগ, বীজ বপন ও শ্রমিকের মুজরিসহ কৃষকের প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। আর লিজের জমি হলে খরচ বেড়ে দাঁড়ায় দিগুনের বেশি। ভাল ফলন হলে বিঘায় দেড় থেকে দুইশ মণ টমেটো বিক্রি করেন কৃষক। তবে এবার বৃষ্টিতে টমেটোর গায়ে ছোট ছোট কালচে দাগের পাশাপাশি পচন দেখা দিয়েছে। ফলে এখন দামও কম পাচ্ছেন কৃষকরা। বর্তমানে পাইকারি বাজারে টমেটো ১২ থেকে ১৬ টাকা কেজি ও ৫ থেকে ৭শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর রাজবাড়ীতে ৭২২ হেক্টর জমিতে টমোটোর আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় কিছুটা কম। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে রাজবাড়ী সদর ও গোয়ালন্দতে। এ বছর রাজবাড়ী সদরে ২৪৬, গোয়ালন্দে ৩৫৭, পাংশায় ৭৫, কালুখালীতে ৩৫ ও বালিয়াকান্দিতে ১০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। রাজবাড়ীতে বিউটি ফুল, বিপুল প্লাস, বিগল ও মিন্টু সুপার এসব উচ্চ ফলনশীল জাতের টমেটোর আবাদ হচ্ছে ।

সরেজমিন সদর উপজেলার উড়াকান্দার গোপলবাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠজুড়ে রয়েছে টমেটো। গাছে থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা-পাকা টমেটো। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে অনেক টমেটোতে পচন ও কালচে দাগ দেখা দিয়েছে। কৃষকেরা পচা টমেটো ফেলে গাছ থেকে পাকা টমেটো ছিড়ে ঝুঁড়িতে রাখছেন। পুরুষের পাশাপাশি বাড়ির নারীরাও টমেটো তোলার কাজ করছেন। এরপর সেই টমোটোর ঝুঁড়ি মাথায় নিয়ে মাঠ থেকে অাধা কিলোমিটার দূরে বস্তায় ভরছেন। পরে সেখান থেকে ভ্যানে করে জেলা শহরসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য নেয়া হচ্ছে এই টমেটো।

টমেটো চাষি হাবিবুর রহমান, কাশেম মন্ডল, করম আলী শেখ, হারেজ আলী শেখ ও রিয়াদ বলেন, টমেটো লাভজনক ফসল। তারা প্রতিবছর টমেটোর আবাদ করেন। বৃষ্টির কারণে এবার টমেটোতে কালচে দাগ পড়েছে। যার কারণে অনেক টমটোতে পচন ধরছে। আর বাজারেও এখন টমেটোর দাম কম। তবে এবার ফলন ভাল হয়েছে। প্রথম অবস্থায় ভাল দামও পেয়েছেন। কিন্তু কয়েকদিন আগের বৃষ্টিতে টমেতো দাগ পড়েছে। ফলে যে লাভের আশা করেছিলেন, তা হবে না।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেখ বলেন, এ বছর জেলায় টমেটো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদে কিছুটা ক্ষতি হলেও পরবর্তীতে তাদের পরামর্শে ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগে চাষিরা ঘুরে দাঁড়িয়েছে। ফলে টমেটোর বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা ভাল দামও পাচ্ছে।

(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা