গোসলের সময় নড়ে উঠলো লাশ! অতঃপর...

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০২ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০০

অসুস্থ হয়ে মারা যায় মুক্তা খাতুন। তাকে নেওয়া হয় বাড়িতে। তার পরিবার জানিয়েছে, সন্ধ্যায় মৃতদেহ গোসলের সময় নড়ে উঠতেই দ্রুত তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর পূনরায় মৃত ঘোষণা করেন।

শুক্রবার সন্ধায় এমনই ঘটনা ঘটে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের পূর্বপাড়ায়। মুক্তা খাতুন (২৬) ওই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। মুক্তা খাতুনের মৃত্যুর ঘটনা জেলা জুড়ে আলোচনার কেন্দ্র-বিন্দু হয়ে ওঠে।

মুক্তা খাতুনের বোন রত্না খাতুন ও চাচাতো দেবর মোমিনুল হক আবু বলেন, শুক্রবার সকালে অসুস্থবোধ করেন মুক্তা খাতুন। তাকে নেয়া হয় আলমডাঙ্গার ফাতেমা টাওয়ারে। প্রাথমিক চিকিৎসা শেষে সেখানে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৫টার দিকে মারা যায় মুক্তা খাতুন। তিনি আরও বলেন, মুক্তার মৃতদেহ গোসলের জন্য নেয়া হলে হঠাৎ নড়ে ওঠে। শরীরটা গরম গরম লাগছিল এবং মনে হচ্ছিল আমাদের দিকে তাকিয়ে আছে। দ্রুত আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুর এ খোদা বলেন, মুক্তা খাতুন নামের এক নারীকে সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাই। অনেই আগেই তিনি মারা গেছে বলে তিনি জানান।

আলমডাঙ্গার ফাতেমা টাওয়ারের মালিক মুঞ্জুর আলী বলেন, শুক্রবার সকালে মুক্তা খাতুন নামের এক নারীকে অসুস্থ অবস্থায় আমাদের এখানে আনা হয়। তাদের পরিবারের লোকজন বলেন, মুক্তা খাতুন চোখে দেখছেনা, মাথা ঘুরছে। ডা. শামসুল আলম ও ডা. কামরুন নাহার ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে এখানেই ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৫ টার দিকে তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর খোঁজ নিয়ে জানতে পারি মুক্তা খাতুন অসুস্থ অবস্থায় মারা গেলেও তার মৃত্যু ছিল স্বাভাবিক।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাত্হে আকরামের নিকট জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুর পর মানুষের শরীর শক্ত হয়ে যায়। সেকারণে মৃতদেহ স্পর্শ করলে সমস্ত শরীর নড়ে ওঠার কারণে মনে হয় মৃত ব্যক্তি নড়ছে।

ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হাওরে জমকালো ফুটবল টুর্নামেন্ট, গোল দিয়ে ম্যাচ জেতালেন ডিবির হারুন

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শনিবার থেকে শুরু

বরিশালে মঞ্চে ওঠাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মারামারি, আহত ৭

দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

বাঞ্ছারামপুরে জিল্লুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য: হানিফ

সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মাছুম বিল্লাহ অস্ত্রসহ গ্রেপ্তার

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ ২ জন নিহত

তারাকান্দায় পাঁচ দিনের জন্য ১৪৪ ধারা জারি, বন্ধ নির্বাচনি প্রচারণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :