সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটন শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী

খুব দ্রুতই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটন করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমি চেষ্টা করব যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’
রবিবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামান্য আদালত র্যাবকে দায়িত্ব দিয়েছে। র্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে। আমরা আশা করি শিগগির ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
মন্ত্রী বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকায়ই হয়েছিল। আমিও দৌড়ে গিয়েছিলাম। আমিও মনে করি এটা যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সংঘটিত হয়। যেখানে সাংবাদিক দম্পতি সাগর-রুনি তাদের পেশাগত দৃঢ় কর্মকাণ্ডের কারণে ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয়েই ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু ১০ বছরেও মামলার বিচারই শুরু করা যায়নি।
বিচার তো দূরের কথা, এখনো আদালতে তদন্ত প্রতিবেদনই জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তারা। একের পর এক তদন্ত কর্মকর্তা বদলে গেছেন। আদালতে ৮৫ বার পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। যদিও এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছেন তাদের সহকর্মীরা।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসএস/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

কাতার থেকে এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি, সরবরাহ শুরু ২০২৬ সালে

এবারের বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে: অর্থমন্ত্রী

বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভা

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ব্যালটে

যুগে যুগে বাংলাদেশের যত জাতীয় বাজেট ও বাজেটের আকার

সাত বিভাগ ও ছয় জেলায় তাপপ্রবাহ, আজ তাপমাত্রা বাড়বে যেসব অঞ্চলে

বাজেট ২০২৩-২৪: তুলে ধরা হবে স্মার্ট বাংলাদেশের রূপরেখা, থাকছে ৪০ মেগা প্রকল্প

সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ৬৬৩ হজযাত্রী

৪০ ছুঁয়েছে তাপমাত্রা
