মঙ্গলবার জ্যেষ্ঠ ৮ সাংবাদিকের সঙ্গে বসছে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪২ | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯
ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার জ্যেষ্ঠ আটজন সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা হবে বলে সোমবার জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে এই আটজন জ্যেষ্ঠ সাংবাদিককেও আমন্ত্রণ জানিয়েছিল সার্চ কমিটি। তবে তারা ব্যক্তিগত কারণে সেই বৈঠকে অংশ নিতে পারেননি। পরে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সার্চ কমিটি আলাদাভাবে তাদের সঙ্গে বসার সিদ্ধান্ত নেয়।

আগামীকাল যাদের সঙ্গে সার্চ কমিটি বসবে তারা হলেন: সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আজ ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

এই কমিটি ইতিমধ্যে দুই দিনে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনে কারা আসতে পারেন সে ব্যাপারে তালিকা চেয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৪টি দল তালিকা জমা দিলেও বিএনপিসহ কয়েকটি দল কোনো নাম প্রস্তাব করেনি।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন

সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

বাসাবোতে ৩ শ্রমিকের মৃত্যু: ভবন মালিক ও ঠিকাদারকে আসামি করে মামলা

সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী সিমিন

আবারও দুদিনের হিট অ্যালার্ট জারি

টুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি

‘শিল্পের মাধ্যমে পরিবেশের সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান’

এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি: পলক

এই বিভাগের সব খবর

শিরোনাম :