‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’ গ্রন্থের প্রকাশনা উৎসব

অনলাইন ডেস্ক
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫১ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৯

বিবার্তা২৪ ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসির ‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থটি সমসাময়িক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা।

শুক্রবার বিকালে রাজধানীর বাংলামোটরে পদ্মা লাইফ টাওয়ারস্থ বিবার্তা২৪ ডটনেট ও জাগরণ আইপি টিভির কার্যালয়ে ‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাণী ইয়াসমিন হাসি সাংবাদিক এবং লেখক। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগের বিষয়ে সে কোনো কম্প্রোমাইজ করেন না। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আমাদের অহংকার, সেই জায়গায় হাসির মতো ডেডিকেটেড মানুষ প্রয়োজন। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরতেও সে পিছ পা হন না। ভবিষ্যতেও তার এ ধরনের প্রতিবাদী লেখা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দেশের যত অর্জন সেসব কিছু আওয়ামী লীগের হাত ধরেই এসেছে উল্লেখ করে হানিফ বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা অর্জন হয়েছে আর দেশের উন্নয়ন-অগ্রগতি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শত প্রতিকূলতা মাড়িয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সন্তান যেমন মায়ের কাছে নিরাপদ, ঠিক তেমনি শেখ হাসিনার কাছে নিরাপদ বাংলাদেশ। দেশকে নেতৃত্ব দেয়ার জন্য শেখ হাসিনার ধারে কাছেও কেউ নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, বক্তৃতার শক্তি ক্ষণস্থায়ী, তবে যদি বক্তব্য লিখিত আকারে সংরক্ষণ করা হয়- তখন তা চিরস্থায়ী হয়ে যায়। লেখালেখির বিষয়ে তিনি কবি আবুল হাসানের ভাষায় বলেন- 'এ পথ ভীষণ ব্যর্থ পথ এ পথে এসো না কিশোর'। তবু এই ঝুঁকিপূর্ণ পথে হাসি বিশ্ববিদ্যালয়ের সময় থেকেই এবং এই যাত্রা এখনও অব্যাহত আছে। অথচ আমরা ভারতচন্দ্রের কবিতার লাইন 'আমার সন্তান যেনো থাকে দুধে-ভাতে' এর আগের লাইন আমরা কেউই প্রায় জানি না। কারণ আমাদের দোষ আমরা ঘটনার প্রেক্ষাপটে সামনে পেছনের ঘটনা খুঁজি না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেছেন, ‘একজন লেখকের যে বস্তুনিষ্ঠ ভাবধারা থাকা দরকার বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসির মধ্যে তা রয়েছে। বাংলাদেশে গতানুগতিক ভাবধারার যেসব লেখক বুদ্ধিজীবী রয়েছেন, তাদের মধ্যে একটি নিরপেক্ষ ভাব রয়েছে। তবে বাণী ইয়াসমিন হাসির মধ্যে রয়েছে পক্ষপাতি মনোভাবনা। এক্ষেত্রে তার পক্ষপাত স্পষ্ট। এ পক্ষপাত মুক্তিযুদ্ধকে ঘিরে। মুক্তিযুদ্ধের বিষয়ে বাণী সমসময় আপসহীন।’

ড. মশিউর রহমান বলেন, ‘পক্ষপাতদুষ্ট লেখক হওয়া আর তথাকথিত লেখক হওয়া কিন্তু এক নয়। এই পক্ষপাতের সংকট সারাজীবন তার সঙ্গী হয়ে থাকবে। আজকে আমরা বলছি, স্বাধীনতার গাণিতিক হিসাবে পঞ্চাশ। সেখানে লেখক বলেছেন, আসলে কি এই স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা স্বাধীন হয়েছি। বাংলাদেশের এই অর্ধশতকে রয়েছে বিভিন্ন সামরিক শাসন, দুর্বৃত্তদের পদচারণাসহ আরো নানা সঙ্কট।’

‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’গ্রন্থটি সমসাময়িক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য ড. জেড এম পারভেজ সাজ্জাদ।

ড. জেড এম পারভেজ সাজ্জাদ বলেন, ‘বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসির ‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ প্রকাশ’অত্যন্ত তথ্যসমৃদ্ধ একটি গ্রন্থ। বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে এটি জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বাণীর লেখাগুলো অনেক আগে থেকে আমি পড়ি। সমাজের ও দেশের নানা অসঙ্গতি তার লেখায় ফুটে ওঠে।’

বিবার্তা২৪ ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি রচিত ‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’গ্রন্থের প্রশংসা করে বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক বলেছেন, ‘হাসি তার প্রবন্ধে অন্যায়ের বিরুদ্ধে, নীতি আদর্শের পক্ষে সবাইকে শুরু করতে বলেছেন। অনেক কঠিন কথাকে সহজে উপস্থাপন করেছেন। হাসি তার প্রবন্ধে জানিয়েছেন কীভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়। দেশকে কীভাবে এগিয়ে নেয়া যায়।’

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসি মুজিব সৈনিকদের মনের কথা বলছে। সমাজের ও রাজনীতির নানা অসঙ্গতি তার লেখায় ফুঠে উঠেছে। বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে আমাদের বাণীর মতো সাহসী আরো অনেকেগুলো বাণী দরকার। তার 'স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’বইটির সাফল্য কামনা করছি।’

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আজকের বইয়ের লেখক বাণী ইয়াসমিন হাসি শুধুমাত্র একজন দূরদর্শী লেখকই নয়, তার ব্যক্তি অনুভূতির জায়গাটিও অসাধারণ। প্রতিটি মানুষের রাজনৈতিক অনুভূতি ও ব্যক্তি অনুভূতি আলাদা।’

কবি অসীম সাহা বলেন, ‘আজকের বইয়ের যে প্রবন্ধে আমার চোখ আটকে গেছে সেটা হচ্ছে, ‘প্রেম আছে বলেই তো এতো অভিমান’। তবে আমি উল্টো করে বলতে চাই, এত অভিমান আছে বলেই তো প্রেম। আমার কাছে মনে হয় হাসি যদি প্রবন্ধ না লিখে শুধু কবিতা লিখতেন, তবেও তিনি অনেক ভালো করতেন। আমি আশা করব, তিনি কবিতাও লিখবেন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম বলেন, ‘বাণী ইয়াসমিন হাসির কলম সাহসী, ভয় না পাওয়া কলম। হাসির লেখার মধ্যে আত্মসমালোচনা করার অনেক বিষয় আছে। যেগুলো আমাদের করা দরকার। হাসির পিতা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তিনি বড় হয়েছেন। ভবিষ্যতে তার সাহসী কলম থেমে থাকবে না সেই কামনা করি।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বলেছেন, ‘বাণী ইয়াসমিন হাসির লেখার মধ্যে শক্তি আছে। সেই শক্তি আসে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ থেকে। তার লেখায় প্রচণ্ড গতি আছে, সত্য কথা আছে। এসব কথা অনেক সময় ক্ষমতাসীন দলের বিরুদ্ধেও যায়। এসব গঠনমূলক আলোচনা মেনে নেয়া সরকার এবং দলের জন্য ভালো।’

বাংলা জার্নালের প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান রোমেল বলেন, ‘বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসির লেখা এই গ্রন্থটি পড়ে মুগ্ধ হয়েছি। বইটিতে তিনি সাধারণ মানুষের কথা বলেছেন। লেখিকা সমাজের নানা অসঙ্গতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমরা আশা করছি, এই বইটি পাঠক মনে দাগ কাটবে।’

বইয়ের লেখক বাণী ইয়াসমিন হাসি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি শব্দ নিয়ে খেলতে পছন্দ করি। তাই লেখার সময় একটা বিষয় সবসময় মাথায় থাকে, সেটা হলো- আমার লেখা পড়ে পাঠক যেন মনে করে এটা তারই কথা; এই কথাগুলোই তিনি মনেমনে ভেবে রেখেছিলেন। নিজে যা ভাবি, যেভাবে ভাবি সেই ভাবনাগুলোই আমার লেখা। দেশ-বিদেশ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে কত মানুষ যে লেখা পড়ে ফোন করে কেঁদেছেন। একজীবনে এই ভালোবাসা অমূল্য। পাঠকের ভালোবাসায় আমার শক্তি। আমার অধিকাংশ লেখাই অনেক প্রভাবশালীর স্বার্থে ঘা দিয়েছে। অনেক হুমকি-ধমকিও এসেছে। তারপরেও আমি পিছ পা হইনি। জনগণের পাশে থেকে জনগণের কথাগুলো কলমের মাধ্যমে তুলে ধরে যেতে চাই।’

উল্লেখ্য, ‘স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ’বইয়ের লেখিকা বাণী ইয়াসমিন হাসি নবগঙ্গা বিধৌত ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষক বাবা-মায়ের জ্যেষ্ঠ সন্তান তিনি। রাজনীতি সচেতন পরিবারে জন্মগ্রহণ করায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা এই লেখিকা নানা সামাজিক কর্মকাণ্ড এবং প্রগতিশীল আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

পেশাগত জীবনে সাংবাদিকতার সাথে যুক্ত তিনি। অনলাইন পোর্টাল 'বিবার্তা'র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দশক ধরে। সাংবাদিকতা এবং লেখালেখির পাশাপাশি আইটি ব্যাবসার সাথে জড়িত। তিনি জাগরণ আইপি টিভির একজন পরিচালক।

জাগরণ আইপিটিভির প্রধান সম্পাদক ও গৌরব ৭১’র সাধারণ সম্পাদক এফএম শাহীনের সঞ্চালানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, আইনজীবী ও গবেষক ব্যারিস্টার ফারজানা মাহমুদ, গৌরব ৭১’র সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুপমসহ লেখকের আরো অনেক শুভাকাঙ্ক্ষী এবং মিডিয়াকর্মীরা।

স্বাধীনতার পঞ্চাশে প্রবন্ধ পঞ্চাশ বইটি প্রকাশ করেছে বাংলা জার্নাল, অমর একুশে বইমেলা স্টল নং ৪৮৭। মূল্য- ৪৫০ টাকা।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :