ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৪| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭
অ- অ+

সামরিক অভিযানের প্রথম দিন শেষে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। এই তথ্য জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্রদেশগুলোর সাহায্য চেয়েও তিনি তা পাননি। জেলেনস্কি এক ফেসবুক বার্তায় এসব তথ্য জানান।

আল জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ হামলায় তার দেশের ১৩৭ জন সেনা নিহত এবং ৩১৬ জন সেনা আহত হওয়ার তথ্য দিয়েছেন।

ফেসবুক অ্যাকাউন্ট পোস্টে ইউক্রেন প্রেসিডেন্ট হতাশা প্রকাশ করে বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে তার কথা হয়েছে। তারা অনেক আশা দিয়েছে। কিন্তু কেউ যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে রাজি নয়। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটোও ভয় পায়।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,সামরিক অবিযান শুরুর প্রথম দিন তারা ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী। সোভিয়েত আমলে এই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৯৮৬ সালে এক বিস্ফোরণে তাৎক্ষণিক ৩১ জন মারা গিয়েছিল। এরপর দীর্ঘদিন এর প্রভাব ছিল সেখানে।

রাশিয়া এই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় ন্যাটোর সামরিক পদক্ষেপ ঠেকাতে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা