শ্রীলঙ্কা সিরিজের ভুলই করল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৯
অ- অ+

শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ। এবার আফগানিস্তানের বিপক্ষেও একই ভুল করল টাইগাররা। হারল সিরিজের শেষ ম্যাচে। আর তাতেই ওয়ানডে সুপার লিগ থেকে ১০ পয়েন্ট হাতছাড়া হলো রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২১৫ রানেই গুটিয়ে যায় সফররত আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানেই ৬ উইকেটে হারিয়ে হারতে বসে বাংলাদেশ। তবে সপ্তম উইকেট জুটিতে আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজের রেকর্ডগড়া জুটিতে দারুণ এক জয় পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচে অবশ্য অনায়াসে জয় এসেছে। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাসের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের ফিফটির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৩০৬ রানের বিশাল সংগ্রহ পায় রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। রান তাড়া করতে নেমে ২১৮ রানেই গুটিয়ে যায় আফগানরা।

তৃতীয় ম্যাচ জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু টাইগারদের পরিকল্পনা মতো হলো শেষটা। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নিজেদের ইনিংসের শেষটা ভালো করতে পারেননি তামিম ইকবাল খানরা। তাদের ইনিংস থেমেছে মাত্র ১৯২ রানেই।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে আফগানরা কোনো চাপই নেয়নি। দলীয় ওপেনার রহমানুল্লাহ গুরবাজের অপ্রতিরোধ্য শতরানের ইনিংসের উপর ভর করে ৭ উইকেটের বড় ব্যবধান জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়ায় হাশমতউল্লাহ শহিদিরা।

শেষ ম্যাচ হারলেও সিরিজে জেতার পাশাপাশি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বাংলাদেশষ দল। সিরিজ শুরুর আগে ৮০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে ছিল বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ইংল্যান্ড। এখন বাংলাদেশের পয়েন্ট ১০০।

যেহেতু সিরিজটি সুপার লিগের অংশ। তাই শেষ ম্যাচেও জয়ের দরকার ছিল টাইগারদের। কেননা এই ১০ পয়েন্টের জন্য হয়তো আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নাও পেতে পারেন তামিম। তবে যা হওয়ার তা হয়েছে, এখন বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে টি-টোয়েন্টি সিরিজে।

উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি শুরু হবে আগামী ৩ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি মার্চের ৫ তারিখে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা