রংপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

রংপুরের পীরগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত আব্দুল মালেক (৪৯) এজলাসে উপস্থিতি ছিলেন ।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের ফতেহপুর ফকিরা গ্রামের আব্দুল মালেক ২০১৮ সালের ৪ আগস্ট রাতে নিজ বাড়িতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি নির্যাতন সহ্য করতে না পেরে বিষয়টি তার মাকে খুলে বলে এবং এর আগেও একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানায়। এ ঘটনায় ১৪ আগস্ট আব্দুল মালেককে আসামি করে মেয়েটির মা থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
প্রায় তিন বছর সোমবার রায় ঘোষণা করেন বিচারক। যাবজ্জীবন ছাড়াও অভিযক্তকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

মন্তব্য করুন