রাজধানীতে লিফটে আটকা নারীকে উদ্ধার

রাজধানীর মতিঝিলে লিফটে আটকা পড়া এক নারীকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার সকাল ১০টায় ৭০ দিলকুশা, মতিঝিলের বোরাক সেন্টারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসে সংবাদ আসে লিফটে আটকা পড়েছেন এক নারী। এরপর প্রায় ১০ মিনিটের মধ্যে পরিদর্শক মো. ইউনুসের নেতৃত্বে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান। অল্প সময়ের সুচিন্তিত সিদ্ধান্ত ও ত্বরিত পদক্ষেপে নিরাপদে উদ্ধার করা হয় ইলোরা পাল (৩৯) নামে লিফটে আটকে পড়া নারীকে।
সোনালী ব্যাংকের কর্মকর্তা ইলোরা পাল রাজধানীর টিকাটুলী এলাকার বাসিন্দা। ইলোরা পাল বলেন, লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে তার। মনে হচ্ছিল তিনি আর জীবিত বেরোতে পারবেন না সেখান থেকে। দ্রুত তাকে নিরাপদে উদ্ধার করায় ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
(ঢাকাটাইমস/২০মার্চ/কেএম)

মন্তব্য করুন