দেড় ঘণ্টার বেশি পুড়ল কল্যাণপুরের বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২২, ২১:২৪| আপডেট : ২১ মার্চ ২০২২, ০২:৪৯
অ- অ+

রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার রাত সাড়ে আটটার দিকে এ আগুন লাগে। রাত সোয়া দশটায় আগুন নিয়ন্ত্রণ হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, রাত আটটা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে দমকল বাহিনী। পরে একে একে আরও ইউনিট যোগ দেয় তাতে। ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগেও কল্যাণপুরে নতুনবাজার বস্তিতে আগুন লেগেছিল। ২০২০ সালের ৩০ অক্টোবর রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার আগে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি এই বস্তিতে আগুন লেগে প্রায় তিনশ ঘর পুড়ে যায়।

ঢাকাটাইমস/২০মার্চ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা