কল্যাণপুরের বস্তির প্রত্যেক পরিবার পাবে পাঁচ হাজার টাকা

রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রবিবার রাতে কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ২৭৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার কথা জানানো হয়।
এতে বলা হয়, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম কল্যাণপুরে বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৭৯টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
(ঢাকাটাইমস/০৩মার্চ/বিইউ/কেএম)

মন্তব্য করুন