রূপপুরে কাজাখ নাগরিক খুন, তিন বেলারুশি আটক

পাবনা প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২২, ০৭:৪৯| আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৮:৫৯
অ- অ+

পাবনার ঈশ্বরদীতে কাজাখস্তানের এক নাগরিক খুন হয়েছেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত ছিলেন।

গতকাল শনিবার সন্ধ্যায় প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসন গ্রিনসিটি ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন বেলারুশী নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার কয়েকজন বেলারুশী নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মারামারি ঘটে। এর এক পর্যায়ে খুন হন কাজাখ নাগরিক। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনার পরপরই পুলিশ গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে মরদেহ উদ্ধার করে। মারামারিতে আরও একজন কাজাখ নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঈশ্বরদী থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের ৪-৫টি আঘাতের চিহ্ন রয়েছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ‘ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। তবে তদন্ত করলে সব তথ্যই পরিস্কার হয়ে যাবে।’

ঢাকাটাইমস/২৭মার্চ/এফএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা