যৌনকর্মীর চরিত্রে মিথিলা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২২, ১১:২৭
অ- অ+

হইচইয়ের আসন্ন ভারতীয় ওয়েব সিরিজ ‘মণ্টু পাইলট ২’তে অভিনয় করতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা রশীদ। খবরটি প্রকাশ হতেই দুই বাংলার বিনোদন মহলে বিস্তর আলোচনা। অবশেষে সিরিজে থাকা মিথিলার প্রথম লুক প্রকাশ্যে আনল প্রযোজনা সংস্থা। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে তাকে।

‘মণ্টু পাইলট ২’তে নাম ভূমিকায় অভিনয় করছেন ওপার বাংলার সৌরভ দাস। এই সিরিজের প্রথম সিজনে দেখা মিলেছিল কলকাতার অভিনেত্রী শোলাঙ্কির। এবার ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ান। তবে মিথিলা যে শোলাঙ্কির চরিত্র করবেন না, বরং তাকে নতুন চরিত্রে দেখা যাবে- তা আগেই জানিয়েছিলেন পরিচালক। ঘটলও তেমনটা।

মুখে গাঢ় মেকআপ, ঠোঁটে লিপস্টিক, কপালে লাল টিপ, চুলে বিনুনী। ছলছল চোখে অনিশ্চয়তা ভর করেছে- ঠিক এমন লুকেই সামনে এসেছেন মিথিলা। এই চরিত্র নিয়ে অভিনেত্রী এক সাক্ষাত্কারে জানান, ‘পুরুষ পতঙ্গ পোড়ানোর কোনো আবেদন নেই সিরিজে। আছে বারবণিতাদের যন্ত্রণা। বহ্নি যাদের প্রতিনিধি’।

ওপার বাংলার ‘মায়া’ সিনেমাটির পর ফের একবার পর্দায় পাশের বাড়ির মিষ্টি মেয়ের ইমেজ ভাঙছেন মিথিলা। এই নিয়ে সৃজিত-পত্নীর সটান জবাব, ‘এবার একটু তথাকথিত ‘সাহসী’ হই? নইলে অভিনয় জীবন পূর্ণতা পাবে কী করে?’

এই সিরিজে অভিনয়ের আগে মন্টু পাইলটের প্রথম সিজন খুঁটিয়ে দেখেছেন মিথিলা। নিজেকে তৈরিও করেছেন সেভাবে। সহ-অভিনেত্রী মিথিলায় মুগ্ধ সৌরভ দাস। বলেছেন, ‘আমরা সহ-অভিনেতা থেকে দোস্ত হয়ে গেছি। অসম্ভব জোরালো অভিনেত্রী।’

পরিচালক দেবালয় ভট্টাচার্য বলেছেন, ‘মিথিলা খুব স্বাভাবিক অভিনেত্রী। আমি মাত্র একটি লাইন বলেছিলাম। মিথিলা কিন্তু তার মতো করে হোমওয়ার্ক করেছেন। আমার আগের সিরিজ খুঁটিয়ে দেখেছেন। আশা করি, সবাইকে নিয়ে দারুণ একটি সিরিজ হতে যাচ্ছে।’

ঢাকাটাইমস/৩১ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে বঞ্চিত করছে আইসিসি’
নড়াইলে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার
হাসিনা-রেহানা জয়-পুতুল ববি-টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
পেনশন স্কিমের কিস্তি জমা নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা