২০ টাকায় সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করল আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২২, ১৮:৩৪

দলের কার্যক্রম আরও গতিশীল এবং শক্তিশালী করতে প্রথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। এছাড়াও সামনে দলটির জাতীয় সন্মেলনের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনও আছে।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে নামমাত্র ফি ২০ টাকার বিনিময়ে সদস্যপদ নবায়ন করেন দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের উদ্ধোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উদ্ধোধনের পর প্রথম সদস্য হিসেবে ২০ টাকা দিয়ে দলের পদ নবায়ন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এরপর দীপু মনি, ড. হাছান মাহমুদ দলের সদস্যপদ নবায়ন করেন।

এছাড়া আজ সদস্য পদ নবায়ন করেছেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

পরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তাদের সদস্য পদ নবায়ন করার পাশাপাশি মহানগর আওয়ামী লীগের পক্ষে নবায়ন ও সদস্য সংগ্রহের বইও সংগ্রহ করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে তৃণমূলকে আরও শক্তিশালী করতে প্রতিটা জেলায়ও প্রাথমিক সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহের নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকাটাইমস/০২ এপ্রিল/এমএইচ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :