নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২২, ১৫:৩১
অ- অ+

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম মিয়া নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। সদর উপজেলার ইসদাইর রেললাইন এলাকায় বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রেললাইন এলাকায় ধীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিলো। এ নিয়ে রাজ্জাকসহ আরও কয়েক জনের সঙ্গে শামীমের বিরোধ চলছিলো। দুপুরে রাজ্জাকের ভাঙারীর দোকানের সামনে শামীমকে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, রেললাইনে মাদক বিক্রিকে কেন্দ্র দীর্ঘদিন ধরে সেখানে একাধিক ঘটনা ঘটেছে। এর জেরে ওই যুবককে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করা করছি। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা